শনিবার, আগস্ট ৯, ২০২৫
Led05সদর

না.গঞ্জে আনু মুহাম্মদ ‘যে বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি’

লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ থাকার ১৪৯ মাস পূর্ণ হয়েছে। এই বিচারহীনতার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে একটি আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে মানুষের আন্দোলন হলেও বিচারহীনতার সংস্কৃতি আজও বিদ্যমান।

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “যে বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল, তাদের সে আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। মানুষ হতাশ হয়েছে। এ সরকারের এক বছর অতিবাহিত হলেও অনেক ক্ষেত্রেই পূর্বের শাসকগোষ্ঠীর প্রতিফলন দেখা যাচ্ছে।” তিনি বলেন, এই বছরের মধ্যেই ত্বকী হত্যার অভিযোগপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং সাগর-রুনি, তনু ও মুনিয়া হত্যার বিচার সম্পন্ন করতে হবে।

ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা দেশের বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখেছিলেন, গত এক বছরে তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। দেড়-দুই হাজার ছাত্র-জনতার জীবন দিয়ে এবং হাজার হাজার আহত হয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা বিচারহীনতার বাংলাদেশ হতে পারে না।”

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ওসমান পরিবারের লুটপাটের জায়গাগুলো এখন বিএনপির নতুন সিন্ডিকেটের দখলে চলে গেছে। ওসমানদের অনেক সন্ত্রাসী বিএনপিতে আশ্রয় নিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে এবং প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে। তিনি ত্বকীসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ত্বকী হত্যার পর থেকে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

অনুষ্ঠানে শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email