মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
Led01জেলাজুড়ে

না.গঞ্জে আনসারের মহাপরিচালক ‘হামলার মুখোমুখি হলেও আনসার কাজ করে যাচ্ছেন’

লাইভ নারায়ণগঞ্জ: ‘নিরাপত্তা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি হলেও নিরাপত্তার জন্য আনসার কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এ বাহিনী কাজ করে যাচ্ছে।ৎ

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জেলা সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে। আমাদের ৬০ লাখের যে ডাটাবেজ সেটা ইনশাআল্লাহ তৈরি হয়ে গেছে। গত আগস্টের পর থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকি সেগুলোকে ঠেকানো সম্ভব। এ বছর নির্বাচনের জন্য আরো ৮৫ হাজার প্রশিক্ষণ নিবেন। ইতোমধ্যে ডাটাবেইজ তৈরি হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে দলনেতাদের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা করে দেখাতে পারবো। আমাদের ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে যেতে চাই।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ৭ ফিল্ড আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল আরমিল রাজী, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন প্রমুখ।

RSS
Follow by Email