না.গঞ্জে অস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বেড়েছে
লাইভ নারায়ণগঞ্জ: আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৫ সালের নবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অস্ত্রের ধরণ অনুযায়ী নবায়ন ফি, ভ্যাট ও উৎসে আয়কর সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক নির্ধারিত স্থান ও তারিখে যথাসময়ে আগ্নেয়াস্ত্র ও লাইসেন্সসহ উপস্থিত হয়ে স্ব স্ব আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো’
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘সনদপ্রাপ্ত (সরকারি গেজেটে বিজ্ঞাপিত) মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তিবর্গ ও জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভুক্ত চাকুরীরত/অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের পিস্তল/রিভলবার/শটগান/রাইফেল এর লাইসেন্স ফি এবং নবায়ন ফি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ পত্র সঙ্গে আনতে হবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় মূল লাইসেন্স, অস্ত্র এবং গুলি (ব্যবহৃত গুলির হিসাব/প্রমাণকসহ) সঙ্গে আনতে হবে। অস্ত্র ও গোলাবারুদ/গুলি কোন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা থাকলে জমার মূল রসিদ ও ফটোকপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা না হলে প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (DAMS) বাস্তবায়নের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণের মূল লাইসেন্সের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি, লাইসেন্সধারীর স্বাক্ষর, মোবাইল নম্বর জমা দিতে হবে। DAMS এন্ট্রি ছাড়া লাইসেন্স নবায়ন করা হবে না।’