শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আদালতসদর

না.গঞ্জে অস্ত্রসহ গ্রেফতারের ৯বছর পর যুবকের ১০ বছরের কারাদন্ড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে এই মামলার অন্য ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুলের ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সেই সাথে এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন নামে আরেকজনকে খালাস প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই সাথে মামলার বিচার কার্যক্রম শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

RSS
Follow by Email