বুধবার, জুলাই ১৬, ২০২৫
Led03জেলাজুড়ে

না.গঞ্জে অর্ধ-বছর পার ডিসির, ‘মিট দ্যা প্রেস’র মাধ্যমে জানালেন কাজ-পরিকল্পনা

লাইভ নারায়ণগঞ্জ: চলতি বছরের ১৪ জানুয়ারি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর কর্মনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে ছয় মাসেই জেলার জনজীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। রুটিন কাজের বাইরেও তিনি বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও যুগান্তকারী প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন এবং আরও অনেক উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসকের ৬ মাস পূর্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ‘মিট দ্যা প্রেস’ এক সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা’র তত্ত্বাবধানে গত ছয় মাসে যেসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে, চলমান আছে ও ভবিষ্যতে হবে এমস তথ্য প্রকাশ করেছেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা’র তত্ত্বাবধানে গত ছয় মাসে যেসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ: মহান শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’: এই কর্মসূচির আওতায় ১ লক্ষ গাছ রোপণ করা হয়েছে, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: ৮ জোড়া কমিউটার ট্রেন চালু এবং ২টি রেল ক্রসিং মেরামত করা হয়েছে, যা যাতায়াতকে সহজ করেছে। ঐতিহাসিক স্থাপনা: পানাম সিটি রেপ্লিকা এবং সার্কিট হাউজ ফোয়ারা নির্মাণ করা হয়েছে। ভূমি উদ্ধার: চার দশক পর মীর জুমলা রোড উদ্ধার করা হয়েছে, যা দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান করেছে। স্বাস্থ্যসেবায় উন্নতি: ভিক্টোরিয়া হাসপাতালে NICU স্থাপন এবং ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ডেঙ্গুর কীট ও হুইল চেয়ার বিতরণসহ ইমার্জেন্সি ইউনিট সংস্কার করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন: সার্কিট হাউজের পেছনের রাস্তা উদ্ধার ও সংস্কার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা: চাষাঢ়া মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। পরিচ্ছন্নতা অভিযান: ১২৫ ট্রাক ব্যানার/ফেস্টুনসহ ময়লা-আবর্জনা পরিষ্কার এবং হাজীগঞ্জ দুর্গ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ: ট্রাকসেলের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল সেবা: ‘My Gov Platform’ চালু করা হয়েছে, যা নাগরিক সেবা প্রাপ্তি সহজ করবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন: ‘কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা’ স্লোগানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা আয়োজন, নারায়ণগঞ্জ আইন কলেজের ওয়াশ ব্লক ও পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ-ড্রেস-জুতা-খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০টি লাইব্রেরীতে ৫৯ ধরনের বই বিতরণ করা হয়েছে, যা পাঠকদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। সড়ক নিরাপত্তা: পেট্রোল পাম্পগুলোতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্বে বর্তমানে যেসব গুরুত্বপূর্ণ কাজ চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান: ঈদগাহ নির্মাণ, কালেক্টরেট মসজিদ ও কালেক্টরেট স্কুল ভবন নির্মাণ। জলাবদ্ধতা নিরসন: খাল খনন ও জলাবদ্ধতা নিরসন এবং ১৭ কিলোমিটার খাল উদ্ধার কাজ চলমান রয়েছে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ: ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ১০ বেডের ICU চালুর কাজ এগিয়ে চলছে। পরিবহন খাতে শৃঙ্খলা: ড্রাইভার-হেলপারদের ডাটাবেইস তৈরি এবং নির্দিষ্ট পোশাক ও আইডি কার্ড প্রদান, যা পরিবহন খাতে শৃঙ্খলা আনবে। যানজট নিরসন: যানজট নিরসনে ০৮টি পয়েন্ট নির্ধারণ এবং অটোরিকশার এলাকাভিত্তিক রং নির্দিষ্টকরণের কাজ চলছে।

এ ছাড়া জেলা প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্বে ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে তিনি জানান। সেগুলোর মধ্যে রয়েছে, পর্যটন ও বিনোদন: নারায়ণগঞ্জের প্রবেশমুখে ‘গেট অব ডান্ডি’ নির্মাণ, ডিসি পার্ক আধুনিকায়ন, এবং ওসমানী পৌর স্টেডিয়ামে গ্যালারী নির্মাণ। পানি ব্যবস্থাপনা: পঙ্খীরাজ খাল পুনঃসংস্কার।

RSS
Follow by Email