মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
Led02জেলাজুড়ে

না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ নেতাসহ ৪৪ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৮ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৩৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৮ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৩৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৮ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, সিদ্ধিরগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রবিউল ইসলাম (২১), সন্ত্রাসী কর্মকান্ডে জরিম আক্তার (২৮), ছাত্রলীগ নেতা জয় চন্দ্র দে (২০), মো. রনি (২১), বন্দর উপজেলার কলাগাছিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মান (৪৭), রূপগঞ্জ দাউদপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. জাকির হোসেন (৩৯), একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (৩৮) ও সোনারগাঁও জামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ (৩৭)।

RSS
Follow by Email