বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03জেলাজুড়ে

না.গঞ্জের ৭ খুন ঘটনায় ক্ষমা চাইল র‌্যাব

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাত খুনসহ র‌্যাবের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের শিকারদের পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, র‌্যাব সৃষ্টির পর থেকে যেসব মানুষ আমাদের সদস্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। বিশেষ করে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত।

মহাপরিচালক শহিদুর রহমান বলেন, আমরা র‌্যাবের কার্যক্রমে স্বচ্ছতা আনতে চাই এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যত দিন দায়িত্ব পালন করব এবং আমার এই কর্মকর্তারা যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা কখনো কারও নির্দেশে গুম, খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না। র‌্যাব সদস্যদের দ্বারা নির্যাতন ও অত্যাচারের মতো ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয়, সেটা আমরা প্রত্যাশা করি।

বিচারের মাধ্যমে দায়মুক্তি চেয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে কমিশন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ আমলে নিয়ে বিচারকার্য পরিচালনা করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র‌্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেগুলোর বিচার হবে বলে জানান তিনি। এভাবেই র‌্যাবের দায়মুক্তি সম্ভব বলেও জানান তিনি।

বাহিনীর সদস্যদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, যদি কোনো সদস্য যদি নিজ দায়িত্বে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। যেটা ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা নিয়ে আসছি।

RSS
Follow by Email