না.গঞ্জের ৩ স্থানে সুলভমূল্যে বিক্রি হবে ডিম-দুধ-মাংস
লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ৩টি স্থানে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় করা হবে। শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জে ৩টি কেন্দ্রে যথা, ডিসি অফিসের সামনে, চাষাড়া চত্ত্বরে ও কুতুবপুরের তারকার মাঠে এ কার্যক্রম চলবে। এতে ডিম প্রতি ডজন ১০৮ টাকার স্থলে বিক্রি করা হবে ১০০ টাকা। এ ছাড়াও ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে বলে জানানো হয়।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া বলেন, মন্ত্রনালয় থেকে নির্দেশনা এসেছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের সহযোগীতায় ফান্ডিংসহ সামগ্রিক বিষয়ে কাজ করছি। সে কাজগুলো শেষে পর্যায়। কাজগুলো শেষ করে আশা করছি কাল থেকেই সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংশ বিক্রির কর্যক্রম শুরু করা যাবে। পবিত্র মাহে রমজানে পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রনালয় এ উদ্দ্যেগ নিয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশের ৩ লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ, ২ লাখ ১২ হাজার ৮৪৪ জন নারী ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১ রমজান থেকে ঢাকার ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। আগামী ২৩ মার্চ থেকে মন্ত্রণালয়ের এ বাজেটের আওতায় ঢাকায় আরও ২৩টি কেন্দ্র, নারায়ণগঞ্জে তিনটি এবং সাতটি বিভাগীয় দফতরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে।