না.গঞ্জের ৩টি আসনের সীমানা পুনর্নিধারনের সিদ্ধান্ত
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে না.গঞ্জের তিনটিসহ সারা দেশের ৩৯ সংসদীয় আসনগুলোর মধ্যে সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
গণমাধ্যমে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
প্রভাবিত না.গঞ্জের তিনটি আসনগুলো হলো…
নারায়ণগঞ্জ-৩ আসনে:
(ক) সোনারগাঁও উপজেলা এবং
(খ) বন্দর উপজেলা
নারায়ণগঞ্জ-৪ আসনের সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহঃ
(ক) ফতুল্লা
(খ) এনায়েতপুর
(গ) বক্তাবলী
(ঘ) কাশিপুর
(ঙ) কুতুবপুর
(চ) গোগনগর
(ছ) আলীরটেক
নারায়ণগঞ্জ-৫ আসনে: সমগ্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা