শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
Led02Led04

‘না.গঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’ প্রকাশনা অনুষ্ঠান শনিবার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা, চলচ্চিত্র, সংগঠন, শিল্প-বাণিজ্য ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রকাশিত হয়েছে রফিউর রাব্বির গবেষণা গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’।

গ্রন্থে রয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পটভূমি ও এ অঞ্চলের মানুষের সংস্কৃতির রূপান্তরের কথা। ৪১৬ পৃষ্ঠার এ গ্রন্থটি প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশ।

আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ অনুষ্ঠানে আলোচনা করবেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং লেখক, গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি এবং গ্রন্থটিক প্রকাশক মফিদুল হক।

RSS
Follow by Email