না.গঞ্জের যুবলীগ নেতা নজরুল উত্তরায় আটক
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে এলাকায় উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকা থেকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে বাধা সৃষ্টি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।