বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led04বিনোদন

না.গঞ্জের নূরুজ্জামানের ‘আম-কাঁঠালের ছুটি’র উদ্বোধন করলেন মেয়র

লাইভ নারায়ণগঞ্জ: শিশুতোষ ঘরানার চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’ আগামী ১৮ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। এটি নির্মান করেছেন নারায়ণগঞ্জের সন্তান মোহাম্মদ নূরুজ্জামান। রবিবার (৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামসহ অনেকে।

নারায়ণগঞ্জের সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে ‘সামার হলিডে’।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা নিজেদের খুঁজে পাবেন এ সিনেমায়। সেইসঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

RSS
Follow by Email