সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
Dis_leadLed01আড়াইহাজাররাজনীতি

না.গঞ্জের নির্বাচনী মানচিত্রে আসছে বড় পরিবর্তন, দেখে নিন এক নজরে পাঁচটি আসন

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের নির্বাচনী মানচিত্রে আসছে বড় পরিবর্তন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে জেলা নির্বাচন অফিস পাঁচটি আসনেই ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বিন্যাসে এনেছে ব্যাপক রদবদল। কোথাও নতুন কেন্দ্র যুক্ত হচ্ছে, কোথাও আবার পুরনো কেন্দ্র বদলে নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। রোববার জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত এক সার-সংক্ষেপে এই পরিবর্তনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়, যা নির্বাচনী ডামাডোলের আগে থেকেই ভোটের মাঠকে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পাঁচটি আসনের মোট ভোটার সংখ্যা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের একটি সামগ্রিক চিত্রও উঠে এসেছে এই তালিকায়। জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৩০২ জন এবং মহিলা ভোটার ১১ লাখ ১৩ হাজার ৫৫২ জন। এছাড়া, ৯ জন হিজড়া ভোটারও রয়েছেন। পাঁচটি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৬৬৫টি।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): কমছে কক্ষ, বাড়ছে সুবিধা
নির্বাচন অফিস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৩৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের খসড়া তালিকায় ভোটকক্ষের সংখ্যা কমেছে; ৮১৭টি থেকে তা নেমে এসেছে ৭৬৩টিতে। তবে ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে দুটি কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। কে.এ.ডি. আতলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পুরাতন ভবনের কারণে কেন্দ্রটি এখন গণ বাংলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। একইভাবে, আল আরাফাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসা-এর একাধিক কেন্দ্রের জন্য একটি মাত্র প্রবেশদ্বার থাকায় কেন্দ্রটি জনকল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ এ সরিয়ে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): ভোটার ও কক্ষের সংখ্যা বৃদ্ধি
আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৬১০ জন। উল্লেখযোগ্যভাবে, এখানে ৫ জন হিজড়া ভোটারও রয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকক্ষের সংখ্যা ৭৪১টি থেকে কমে ৭০৬টি করা হয়েছে, যার মধ্যে ৪১টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত। এখানে সিংহদী এম এ মোতালেব ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রটি ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। এর মূল কারণ, দূরবর্তী ভোটারদের যাতায়াতের কষ্ট কমানো।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ): ১৩টি নতুন কেন্দ্রের সংযোজন
সোনারগাঁ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৭৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ২৪৩ জন এবং মহিলা ১ লাখ ৭৭ হাজার ১৩২ জন। এখানে দুজন হিজড়া ভোটার রয়েছেন। এই আসনে মোট ১৪৩টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ৭৮৩টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে এখানে ১৩টি নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার বেশিরভাগই মহিলা ভোটারদের জন্য আলাদাভাবে তৈরি। পুরোনো কিছু কেন্দ্রও পরিবর্তিত হয়ে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ (সদর ও আংশিক সিটি): ভোটার সংখ্যায় শীর্ষে
নারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং আংশিক সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন, যা নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে সর্বোচ্চ। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৭টি, যেখানে মোট ভোটকক্ষ ১,০১৪টি। যদিও এখানে কোনো নতুন কেন্দ্র যুক্ত হচ্ছে না, তবে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় এবং আনন্দলোক উচ্চ বিদ্যালয় থেকে মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর): নতুন কেন্দ্র ও কক্ষ বৃদ্ধি
এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৭ জন, যার মধ্যে পুরুষ ও মহিলা ভোটার প্রায় সমান সমান। এই আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি কেন্দ্র (নম্বর ৯৭) স্থাপন করা হয়েছে। এছাড়া, শ্রমকল্যাণ কেন্দ্রটি হাসপাতালে রূপান্তরিত হওয়ায় এর দুটি কেন্দ্র সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

RSS
Follow by Email