না.গঞ্জের আশি-নব্বইয়ের দশকে ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, জেলা প্রশাসক এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। রবিবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মাসুদুজ্জামান বলেন, “আমরা আপনাদের সেই আশি-নব্বইয়ের দশকে ফিরিয়ে নিতে চাই। তখন আমাদের নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে অন্য ৬৩টি জেলা ভয় পেত। এই জেলা থেকে যেসব ক্রিকেটার ও ফুটবলার তৈরি হয়েছিল, তারা ঢাকাকে কাঁপিয়ে দিয়েছিল।” তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে তারা নারায়ণগঞ্জের ছেলে-মেয়েদের জন্য এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারবেন, যা নিয়ে সবাই গর্ব করতে পারবে।
তিনি জানান, খেলার জন্য ইনডোর মাঠ খুবই গুরুত্বপূর্ণ এবং নারায়ণগঞ্জে খেলার মাঠ সীমিত। তিনি আশা করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ একটি সুন্দর ক্রীড়া জগৎ উপহার পাবে।
মাসুদুজ্জামান মাসুদ বিসিবি পরিচালক, এনএসসি ও জেলা প্রশাসককে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে নারায়ণগঞ্জের ন্যাশনাল ভেন্যু হস্তান্তরের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা গর্বিত যে আমাদের নারায়ণগঞ্জে একটি ন্যাশনাল স্টেডিয়াম আছে। সবার সহযোগিতা থাকলে আমরা ক্রীড়াঙ্গণের সবকিছু নিয়েই কাজ করতে চাই। ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করব।”