না.গঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় সব করবো: এসপি
লাইভ নারায়ণগঞ্জ: জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘যতোদিন নারায়ণগঞ্জে আছি, ততোদিন এখানকার আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করা লাগবে, আমি তা করবো।’ সোমবার (১২ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার আরও বলেন, ‘আমি সবসময় বলি, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য যে যতবড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আমি ন্যূনতম কার্পণ্য করব না। এটা হলো আমার মেসেজ। কুরবানির ঈদ সামনে রেখে পশুর হাট, ইজারা বা অন্যান্য বিষয় নিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে আমাদের পুলিশ সাদা পোশাকে দায়িত্বে থাকবে। এবং আমাদের জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।