না.গঞ্জসহ সারা দেশে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়াও আজও একটি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত ঘোষণা করা হয়।
রুটিন অনুযায়ী ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবং আজ (মঙ্গলবার)রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরিক্ষা স্থগিতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টের মাধ্যমে জানান।
এর আগে, সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। বেলা একটার কিছুক্ষণ পর স্কুলের জুনিয়ার সেকশনের ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জের ২৬টি কেন্দ্রে। পরিক্ষায় অংশ নিয়েছে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী।