বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
Led03জেলাজুড়ে

না.গঞ্জসহ সারা দেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিনে রাষ্ট্রীয় শোক পালিত হয়।

এর আগে (মঙ্গলবার ১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। এছাড়া সারাদেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও দোয়া-প্রার্থনার আয়োজন করার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়। পরে তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেড় দশক ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান হয়। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

RSS
Follow by Email