বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04রাজনীতি

না.গঞ্জবাসীর দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ, সবাইকে মোবারকবাদ: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বাস ভাড়া কমানোর কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। এসময় আগামী সোমবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ভাড়া কার্যকর করার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাস ভাড়া কমানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৭ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ টু ঢাকা বাস ভাড়া ৫০ টাকা, ছাত্রদের হাফ পাস ও এসি বাসের ভাড়া ৭০ নির্ধারণ করা হয়েছে। আমরা সকলকে মোবারকবাদ জানাই।

এতে মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জবাসীর দাবিকে মেনে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকলের দাবি মেনে নেয়ায় ধন্যবাদ জানাচ্ছি।

RSS
Follow by Email