মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
রাজনীতি

না.গঞ্জকে বিশেষ মর্যাদায় উন্নিত করতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসণ ও নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির মর্যাদায় উন্নিত করণ এবং  রাজউকের পরিবর্তে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে, ৯ দফা দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  নূরউদ্দিন আহমেদ’র নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

৯ দফা দাবীর মধ্যে রয়েছে,  ১. ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল এর ৩টি বিকল্প প্রস্তাব। ‘চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখা। উড়াল অথবা পাতাল পথে চাষাড়া থেকে নারায়ণগঞ্জ রেলষ্টেশন পর্যন্ত রেলপথ নির্মাণ করা। ১নং রেলগেইট থেকে চাষাড়া রেলগেইট পর্যন্ত রেলপথকে সড়ক পথে রূপান্তর করা।’ ২.মীরজুমলা রোড থেকে অবৈধ দখলদার অপসারণ করে অবাধে যান চলাচলের জন্য উন্মুক্ত করা। ৩. বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁন সড়ক ও সিরাজউদৌল্লা সড়ক থেকে সকল প্রকার অবৈধ ভাসমান দোকান অপসারণ করতঃ যানবাহন ও পথচারী চলাচল নির্বিঘ্ন করা। ৪. চাষাড়া রেললাইন সংলগ্ন পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো স্থানান্তর করতঃ চাষাড়া পঞ্চবট্টি সড়কটি প্রশস্ত করে ছাত্র-ছাত্রী, যানবাহন ও পথচারী চলাচল নির্বিঘ্ন করা। ৫. আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচ তলার বারান্দার ফুটপাথের উপর নির্মিত অবৈধ বর্ধিত অংশটি অপসারণ করে ফুটপাথটি উন্মুক্ত করতঃ ছাত্র-ছাত্রী ও পথচারী চলাচল নির্বিঘ্ন করা। ৬. লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত মিশুক/অটো রিকশা শহরের মূল সড়কে প্রবেশ নিষিদ্ধ করা। ৭. বাস ষ্টেশন চাষাড়ায় স্থানান্তর করা এবং যতদিন স্থানান্তরিত না হয় ততদিন ২নং রেলগেইট সহ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা বন্ধ করা। ৮. নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির মর্যাদায় উন্নিত করা (উল্লেখ্য, গাজীপুর জেলাটি ০৫টি থানা নিয়ে গঠিত হওয়ার পরেও তারা বিশেষ শ্রেণির মর্যাদা ভোগ করছে। তাহলে নারায়ণগঞ্জ নয় কেন?)। ৯. ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’ এর পরিবর্তে নারায়ণগঞ্জের উন্নয়নে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠন করা।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ পূর্বক দাখিলকৃত দাবী সমূহ যৌক্তিক বলে মত প্রকাশ করেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূর হোসেন মোল্লা, প্রচার ও দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।
RSS
Follow by Email