বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05আদালত

নাশকতার মামলায় একদিনে না.গঞ্জে ১০৪জনের জামিন

লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত মোট ১০৪জনকে জামিন দিয়েছে আদালত। এর মধ্যে, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরাও রয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) জামিনগুলো মঞ্জুর করে বিভিন্ন আদালত।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এর আগে, সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে শিগগির মুক্তি দেওয়া হবে।

RSS
Follow by Email