সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02রাজনীতি

নাশকতার অভিযোগে কক্সবাজার থেকে না.গঞ্জের ছাত্রদল নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া নাশকতার অন্যতম মূলহোতা এবং প্রায় ১৫টি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুমকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে আবু তালেব মাসুম এবং তার একজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণ করেন গ্রেফতার আবু তালেব মাসুম। এছাড়া পরবর্তী সময়ে অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। শুক্রবার রাতে কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

RSS
Follow by Email