নারীর অধিকার নিশ্চিত করেই জাতীয় অগ্রগতি সম্ভব: মুজাহিদ মল্লিক
লাইভ নারায়ণগঞ্জ: দেশের নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়—নারীর অধিকার নিশ্চিতকরণের মাধ্যমেই কেবল দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এমন মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বৈরী আবহাওয়ার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে প্রায় শতাধিক নারী এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি জোর দিয়ে বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন।”
আল মুজাহিদ মল্লিক বলেন, তাঁর দল মানব সেবায় বিশ্বাসী এবং তিনি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন অসহায় ও দুস্থদের পাশে থাকার চেষ্টা করেন।
সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি ও তার পরিবার বিগত সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েছেন, কিন্তু কোনো আপোষ করেননি। তিনি এই দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাঁরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শের সৈনিক। বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হবে না এবং বিএনপির হাত ধরেই বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সভায় উপস্থিত বিভিন্ন বয়সের নারীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে এর ওপর আলোচনা করেন আল মুজাহিদ মল্লিক। সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন।