রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
Led04সোনারগাঁ

নারীদের প্রতি সহিংসতা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ফারজানা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

কর্মসূচীর শুরুতে সোনারগাঁ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তিনি বলেন, নারীরা মায়ের জাতি। প্রতিটি মা তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। নারীরাই সন্তানের প্রথম শিক্ষক। আমরা যদি নিজেদের সচেতন ও সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠবে। নারীদের প্রতি সহিংসতা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সমাজে প্রচলিত ধারণা হলো, পুরুষরাই নারীদের নির্যাতন করে, যা পুরোপুরি সঠিক নয়। নারীরাও নারীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে থাকে, যা কোনভাবেই কাম্য নয়।

কবি নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, “এ বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

নারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইউএনও ফারজানা রহমান বলেন, সরকারিভাবে হটলাইন নাম্বার এবং মহিলা বিষয়ক কার্যালয় রয়েছে। যেকোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সবসময় পাশে থাকব।

অনুষ্ঠানে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, নারী নেত্রী আলেয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email