মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

নারায়ণগঞ্জ-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের মোট ভোটের আট ভাগের এক ভাগের বা শতকরা সাড়ে ১২ শতাংশের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে এ আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন, ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। এ ছাড়া বাকি কেউই নূন্যতম ১২.৫% ভোট পাননি, যার ফলে তাদের জামানতের ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন (ইসি)।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম. মাসুদ ভোট পান ২৫৯। নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর এ.বি.এম ওয়ালিউর রহমান খান ৪৬৭ ভোট পান। কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী নারায়ণ দাস পেয়েছেন ২৫১ ভোট। একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আসলাম হোসাইন ৭৬৪ ভোট পান। ছড়ি প্রতীকে মো. আরিফ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পান ১৬৩ ভোট। ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) মো. মজিবুর রহমান মানিক ৪৮৭ ভোট পান।

RSS
Follow by Email