বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

নারায়ণগঞ্জ-১ আসনে জামানত বাজেয়াপ্ত ৭ প্রার্থীর

লাইভ নারায়ণগঞ্জ : নারায়নগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক‘কে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। এই দুইজন ছাড়া কেউই নূন্যতম ১২.৫% ভোট পাননি, যার ফলে তাদের জামানতের ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে অন্যতম হেভিওয়েট প্রার্থী তৃণমূল বিএনপি‘র (সোনালী আঁশ) তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। । অন্য প্রার্থীদের মধ্যে গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মোহাম্মদ যোবায়ের আলম ভুঞা পেয়েছেন ৬০৪ ভোট, আলমিরা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ১৬৫ ভোট, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন চৌধুরী পেয়েছেন ২৯৬ ভোট, ইসলামি ঐক্যফ্রন্টের চেয়ার প্রতীকে এ কে এম শহীদুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম পেয়েছেন এক হাজার ৫৬৫ ভোট, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজা পেয়েছেন ৩৯১ ভোট।

RSS
Follow by Email