মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
Led01রাজনীতি

নারায়ণগঞ্জ বিএনপির মনোনয়ন তালিকায় পাঁচটি আসনে চমক

লাইভ ​নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এই তালিকায় পুরোনো অভিজ্ঞতার সঙ্গে তরুণ নেতৃত্বেরও মিশ্রণ দেখা যাচ্ছে।

​নারায়ণগঞ্জ-১ আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নাম। অন্যদিকে, নারায়ণগঞ্জ-২ আসনে আস্থা রাখা হয়েছে নজরুল ইসলাম আজাদ-এর উপর। নারায়ণগঞ্জ-৩ আসনে দলের মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান।

​তবে জেলার সবচেয়ে আলোচিত আসন নারায়ণগঞ্জ-৪-এর প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি, যা নিয়ে দলীয় মহলে জোর আলোচনা চলছে। সর্বশেষ, নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন মাসুদুজ্জামান মাসুদ।

​দলীয় হাইকমান্ড সূত্রে জানা যায়, তৃণমূলের জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণার পরই সকল জল্পনা-কল্পনার অবসান হবে।

RSS
Follow by Email