শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led05রাজনীতি

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) তফশিল অনুযায়ী বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিল।

মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদে আলহাজ্ব এম. সোলায়মান ও মো. মাহবুবুর রশিদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে ইকবাল হাবিব ও মারুফ আহমেদ, সহ-সভাপতি পদে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, খাজা এবায়দুল হক টিপু ও মো. সাইদুল্লাহ হৃদয় এবং পরিচালক পদে এড. ইন্দ্রজিৎ সাহা দীপক, দিলারা মাসুদ ময়না, হারুন-অর-রশিদ, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, মো. জাহিদ হোসেন, মো. তৌহিদুল ইসলাম খান, তাইজুদ্দিন আহমেদ, সেলিম রেজা সিরাজী।

নারায়ণগঞ্জ ক্লাব লি. নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সদস্য আলহাজ্ব সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এডভোকেট মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান এড. মো. জাকির হোসেন, সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু) উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

RSS
Follow by Email