নারায়ণগঞ্জ এস.এস.সি ব্যাচ প্রাচ্যের ডান্ডি ‘ ৯১ এর ইফতার মাহফিলে মিলনমেলা
লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমযানে নারায়ণগঞ্জ এস.এস.সি ব্যাচ প্রাচ্যের ডান্ডি ‘ ৯১ কর্তৃক (২০ মার্চ) শুক্রবার নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে নারায়ণগঞ্জ এস.এস.সি একানব্বই ব্যাচের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার পূর্বে মুসলিম উম্মাহর সহ ১৯৯১ ব্যাচের সকলের মঙ্গল কামনায় ও আরও সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় সার্বিক তত্ত্বাবধানের ছিলেন শওকত সরকার, শেখ মেহাম্মদ তরিকুল হাসান মামুন, সেলিম চৌধুরী, আলিমুল ইসলাম, রশীদ ইমাম টিকন, মো. মনিরুল ইসলাম খান, সৈয়দ মাহফুজুল আলম পারভেজ ও মাজহার শ্যামলসহ প্রাচ্যের ডান্ডি ‘৯১ নারায়ণগঞ্জ ব্যাচের বন্ধু মহল।