সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04জেলাজুড়ে

নারায়ণগঞ্জে ৯৩৮৪ আনসার মোতায়েন, সাথে স্ত্রাইকিং ফোর্সের ১০৪

লাইভ নারায়ণগঞ্জ : জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ৭৮২টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে ১২ জন করে আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলাজুড়ে স্ট্রাইকিং ফোর্সের ১০৪ সদস্য মোতায়েন করা হয়েছে।

৫ জানুয়ারি (শুক্রবার) লাইভ নারায়ণগঞ্জকে এই তথ্য জানান নারায়ণগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী‘র জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান সরকার।

প্রসঙ্গত, ইতোমধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা এক হাজারটি সেকশনে ভাগ হয়ে গত ২৯ ডিসেম্বর থে‌কে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। উপকূলের ১৩টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার ৮৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।

RSS
Follow by Email