বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led02জেলাজুড়ে

নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি

লাইভ নারায়ণগঞ্জ: গত কয়েকদিন ভ্যাপসা গরমে নাকাল ছিল জনজীবন। ছিল তাপপ্রবাহে ভোগান্তি। অবশেষে নারায়ণগঞ্জ শহরাঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রোদ থাকলেও বেলার ৯টার পর আকাশে মেঘ জমতে থাকে। দমকা বাতাসও শুরু হয়। এরপর কিছুটা অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কমেছে। এতে স্বস্তি মিলেছে জনজীবনে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টি ঝরছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ‘আজ দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী ২ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে দেশে বৃষ্টি বাড়তে পারে।’

RSS
Follow by Email