রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05জেলাজুড়েসোশ্যাল মিডিয়াস্বাস্থ্য

নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যুব রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিট কার্যালয় অডিটরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব প্রধান জয় দত্তের সভাপতিত্বে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটর ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারি এড. মো. হাসান ফেরদৌস জুয়েল, ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ।

সভায় নারায়ণগঞ্জ ইউনিটের যুব সদস্যসহ সকল উপজেলার যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উপস্থিতিতে যুব প্রধান জয় দত্ত ২০২২- ২০২৪ সালের বাৎসরিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন। পরবর্তীতে প্রীতম কুমার দাসকে যুব প্রধান করে এবং রোকসানা আক্তার রুকসী ও সানজিদা আক্তার মিতুকে উপ যুব প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৪-২০২৫ সনের কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়।

RSS
Follow by Email