বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েফতুল্লাসদর

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ

লাইভ নারায়ণগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯টায় নগরীর ২নং রেলগেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। সেই সাথে আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

RSS
Follow by Email