নারায়ণগঞ্জে জাসাসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
লাইভ নারায়ণগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার সংলগ্ন সড়কে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা আনিসুল ইসলাম সানি।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, জেলা জাসাস সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর জাসাস এর সহ সভাপতি হাজ্বী শাহীন, বিএনপি নেতা নাদিম হাসান মিঠু, সদর থানা জাসাসের সভাপতি জিকু খান, সাধারন সম্পাদক এড. গালিব প্রমুখ বক্তব্য দেন।
মহানগর জাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা আলমগীর হোসেন, ডিএইচ বাবুল, আব্দুল্লা আল মুজিব, এস আলম সাইদুল, এএইচ এম সাত্তার, শাহাদাৎ হোসেন সাধু, আব্দুল লতিফ তুষার, ইকবাল হোসেন, এড. মতিন, মোঃ শাহীন, শামীম ঢালী, আব্দুল হাই সহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জাসাস নেতৃবৃন্দ।