রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04কৃষি ও খামারসদর

নারায়ণগঞ্জে ‘কৃষক হলেন উদ্যোক্তা’ সহযোগীতায় কৃষি বিপণন অধিদপ্তর

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশে প্রথম বারের মতো কোন চাষীকে কৃষক থেকে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই কাজে সহযোগীতা করেছে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ ও কৃষি বিপণন অধিদপ্তর।

ওই কৃষক এখন থেকে একজন সফল উদ্যোক্তা এবং এর মাধ্যমে প্রায় ৫০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় সৈয়দপুর ফকিরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ওই উদ্যোক্তার কারখানা উদ্বোধন করবেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসীন। দ্বোধন অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ জেলার তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হবে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, কৃষি বিপণন অধিদপ্তরের সদর দপ্তরের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ -এর কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন, নারায়ণগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।

RSS
Follow by Email