শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অর্থনীতিজেলাজুড়ে

নারায়ণগঞ্জে এম.আই.সি আর চেক বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এল.এ কেস এর অধিগ্রহনকৃত ভূমি/অবকাঠামোর ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্থদের মাঝে এম.আই.সি আর চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরর জেলা প্রশাসকের সম্মেলন ক্ষতিগ্রস্তদের মাঝে চেক তুলে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এদিন, মোট ৬টিচেক ৬জনের হাতে ২কোটি ৯৭লাখ ৮৯হাজার ৭৪২টাকার চেক তুলে দেওয়া হয়।

এর আগে, গত ২১ এপ্রিল ২৪জন ক্ষতিগ্রস্তদের হাতে ২৬কোটি ৪২লাখ ৯৫হাজার ৫০১টাকার চেক তুলে জেলা প্রশাসক।

RSS
Follow by Email