বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led01সদর

না.গঞ্জে কোটা সংস্কার আন্দোলন, শহরমুখী সব সড়ক বন্ধ

লাইভ নারায়ণগঞ্জ: কোটার যৌক্তিক সংস্কার এবং কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরমুখী সকল সড়ক বন্ধ করে এই অবরোধ শুরু করেন তারা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধের কারণে বিভিন্ন পরিবহন চলাচল করতে না দিলেও, চিকিৎসা জনিত গাড়ি নিজ দায়িত্বে পাড় করে দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমরা নিজেদের মত করে কোটার জন্য আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার তার কুত্তা বাহিনীদের আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমাদের ভাই-বোনদের তারা খারাপ ভাবে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটায় চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

RSS
Follow by Email