রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led05রাজনীতিসোনারগাঁ

নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিক জহিরুলকে জাতীয় মুক্তি দলের প্রার্থী ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের সন্তান, সাংবাদিক এবং মেঘলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়েছে। শনিবার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে পার্টির অফিসে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন, যুগ্ম-মহাসচিব: সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ, মহাসচিব: অধ্যাপক মো. খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান: বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালী, আনোয়ার হোসেন মিলন এবং আব্দুর রউফ তোতা।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এবং দেশের একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এই দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে যারা প্রার্থী হচ্ছেন, তারা হলেন: নজরুল ইসলাম বাঙালী (ফেনী-২), মোহাম্মদ উল্লাহ শামীম (ফেনী-৩), অধ্যাপক মো. খোরশেদ আলম (জামালপুর-২), আনোয়ার হোসেন মিলন (পাবনা-৩), আব্দুর রউফ তোতা (গাইবান্ধা-৪), শাহিনুর ইসলাম (দিনাজপুর-৪) এবং রবিউল ইসলাম রবি (ঠাকুরগাঁও-২)।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনেরও জোর দাবি জানানো হয়।

RSS
Follow by Email