সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02সদর

নারায়ণগঞ্জ সিটি পার্কের নতুন নামকরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ‘শেখ রাসেল নগর পার্ক’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’। সম্প্রতি পার্কটির নতুন নামফলক স্থাপন করা হয়েছে।

গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পার্কটির নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল। সে সময় পার্কের বিভিন্ন অংশের ম্যুরালে কালো রঙ লাগানো এবং ভাঙচুরের চেষ্টা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক প্রেস রিলিজের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি জানায়।

প্রেস রিলিজে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির সভায় এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গার ওপর প্রায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মিত হয়। এটি পূর্বে একটি পরিত্যক্ত ডোবা এবং মাদক কেনাবেচার কেন্দ্র ছিল। দীর্ঘ নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর পার্কটি উদ্বোধন করা হয়েছিল।

RSS
Follow by Email