নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনের তফসিল, ১১ পদে লড়বেন ২৭ জুন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের (২০২৫-২৭) মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ও বিধিমালা ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ মে) কার্যকরী পরিষদের এক সাধারণ সভায় এই তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশনও অনুমোদন করা হয়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীর কুমার সাহা, এবং সদস্য হিসেবে রয়েছেন মাসুদুজ্জামান ও অ্যাডভোকেট নবী হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, এবং কার্যনির্বাহী সদস্য ৫ (পাঁচ) জন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন (শুক্রবার) দুপুর ২:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে। একই দিনে, অর্থাৎ ২৭ জুন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।
এই নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।