বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03সদর

নারায়ণগঞ্জ থেকে ৬ টন অবৈধ পলিথিন ব্যাগ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: প্রায় ৬ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠাননগরে সোমবার (১১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১ অংশ গ্রহণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমান।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বেনামী পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে প্রায় ৬ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email