শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতিসদর

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর সারাদিন

লাইভ নারায়ণগঞ্জ: বিকেএমইএ ভবন উদ্বোধন ও শামীম ওসমানের ডাকা সমাবেশে যোগ দিতে এসে সারাদিন নারায়ণগঞ্জে কাটিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেলা ১২টায় প্রথম নারায়ণগঞ্জের সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখানে তিনি গার্ড অব অনার নিয়ে দুপুর সাড়ে ১২টায় চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ‘র নবনির্মিত ভবনে পৌঁছান।

প্রথমেই তিনি ভবনটি ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর দোয়া শেষে অংশ নেন বিকেএমইএ‘র আয়োজিত মতবিনিময় সভায়।

সেই সভায় অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর কাজী। দুপুর ২টায় শেষ হয় সেই সভা।

এরপর কিছু সময় অবস্থান করেন নারায়ণগঞ্জ ক্লাবে। বিকাল পৌঁনে ৪টায় অংশ নেন শামীম ওসমানের ডাকা সমাবেশে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এর আগে চলতি মাসের ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে জেলা পুলিশের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি এক মাসে দ্বিতীয়বার এসেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আওয়ামী লীগের শামীম ওসমান বলয়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছে। তার আগমনকে কেন্দ্র করে পুরো নারায়ণগঞ্জ শহর পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছিল।

RSS
Follow by Email