বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
রাজনীতি

নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না: মশিউর রহমান রনি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বর্তমান পরিবেশ ও পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে এই নারায়ণগঞ্জে পাঠিয়েছেন। দীর্ঘদিন গডফাদারকে দিয়ে শেখ হাসিনা নারায়ণগঞ্জে মানুষকে গুলি ও জিম্মি করে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছে। তারেক রহমান নারায়ণগঞ্জকে নতুনভাবে গড়তে চায়। এখানে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না। গুম, খুন ও হত্যা নারায়ণগঞ্জের মাটিতে হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে জেলা বিএনপির এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্য একথা বলেন মশিউর রহমান রনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আর কোন সন্ত্রাসী গডফাদার হতে দেওয়া যাবে না। এজন্যই মহানগর বিএনপি শামীম ওসমানের বাড়ির পাশেই এই জনসভার আয়োজন করেছে। শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেল বিএনপি নেতাকর্মীরা রয়ে গেছে। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির কোন নেতা কর্মীরা সম্পৃক্ত থাকতে পারে না। আমরা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তারা কি চায় সেটা বাস্তবায়ন করবো, আমাদের তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি তাদের কাছে উপস্থাপন করবো।

জণসভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email