বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
সদর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোফাজ্জেল হাওলাদার। সে বরিশালের গৌরনদী এলাকার আকুব আলী হাওলাদারের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে মোফাজ্জেলকে মৃত অবস্থায় শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের সামনে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় জরুরী বিভাগের কর্তৃপক্ষ।

পরে, সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে মৃত মোফাজ্জেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিটি মারা গেলে তার লাশ কে বা কারা শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফেলে রেখে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email