শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
সদর

নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শহরের নাগবাড়ি, চাষাড়া শহীদ মিনার, দেওভোগ রাসেল পার্কে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। মোট ৫৩৫ ডায়াবেটিস রোগ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জন ডায়াবেটিস রোগী সনাক্ত হয়। পরে দুপুরে নাগবাড়ি প্রধান কার্যালয়ে ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি কাশেম জামাল।

বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ এ.কে. শফিউদ্দিন আহমেদ নিউট্রিশনিস্ট শায়লা পারভীন। পরিশেষে ধন্যবান বক্তব্য রাখেন প্রোগ্রাম অর্থানাজির উপ-পরিষদের আহবায়ক মোঃ সাজেদু শাকিল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাভাসের নির্বাহী সদস্য, সদস্য, হাসপাতালের ডাক্তার, কর্মচারী ও রোগী সাধারণ।

RSS
Follow by Email