বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
সদর

নারায়ণগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে আইজিপি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে প্রথমে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন আইজিপি।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, মিশনজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তিনি নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন।

RSS
Follow by Email