সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led01ফতুল্লা

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

নারায়ণগঞ্জের পশ্চিম নন্দলালপুর এলাকায় মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ৬৩ বছর বয়সী মো. নিহার আলী মেহের আলী। সে গেন্ডারিয়ার মীর হাজির বাগ এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের নন্দলালপুর মেডিকেল গলির নাসিমা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

পেশায় ব্যাটারী চালিত রিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকালে আসরের নামাজ পড়ে হাটতে বের হয়েছিলেন নিহার আলী মেহের আলী। অসাবধানতা বসত নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ট্রেনে কাটা পরে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RSS
Follow by Email