রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05সদর

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

লাইভ নারায়ণগঞ্জ: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুড়াপাড়া (এসিআই সল্টের পাশে), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাওসিয়া, রূপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

RSS
Follow by Email