সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led05জেলাজুড়ে

নারায়ণগঞ্জের নতুন এসপি জসীম উদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যুষ কুমার মজুমদার গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণ করেছিলেন। উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন। একই ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, যিনি এখন তার স্থলাভিষিক্ত হলেন।

RSS
Follow by Email