নারায়ণগঞ্জের জমি ৫ ভাগে বিভক্ত হলো
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ এলাকার জমির মৌজা অনুযায়ী বাণিজ্যিক, আবাসিক, রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠিত এলাকার বাণিজ্যিক ও আবাসিক প্লট এবং প্রত্যন্ত অঞ্চলের জমি– এই পাঁচ শ্রেণিতে উৎসে কর শ্রেণিবিন্যাস করা হয়েছে।
এখন থেকে এই হিসেবে জমি বিক্রির উৎসে কর আদায় করা হবে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরে একই নিয়ম করা হয়েছে।
নতুন নিয়মে জমির পাঁচটি শ্রেণি করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর এবং ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক এলাকা (জমি বা প্লট)। ‘খ’ শ্রেণি সরকারি সংস্থার আবাসিক এলাকা; ‘গ’ ও ‘ঘ’ শ্রেণি হবে যথাক্রমে বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠিত বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে।