বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03বন্দররূপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

নারায়ণগঞ্জের চার থানার ওসি পরিবর্তন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

যেসব থানার ওসিকে বদলি করা হয়েছে:-

রূপগঞ্জের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন দীপক চন্দ্র সাহা। বর্তমানে তিনি সাভার মডেল থানার ওসির দায়িত্ব পালন করছেন।

সোনারগাঁয়ের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন এসএম কামরুজ্জামান। বর্তমানে তিনি আশুলিয়া থানার ওসির দায়িত্বে পালন করছেন।

বন্দর থানার (অফিসার ইনচার্জ) ওসি আবু বক্কর সিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলি করা হয়েছে। আর সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে।

এর আগে, এদিন সকালে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

RSS
Follow by Email